Logo

Mirzanagar Tauheed Academy

Slide1
Slide1
Slide1
Slide1
Slide1
Slide1
আমাদের সম্পর্কে

মির্জানগর তৌহিদ একাডেমী একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় ফেনীর পরশুরাম উপজেলার গ্রামীণ জনপদের অবহেলিত মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় হাজার ১৯৫৭ সালে জানুয়ারি মাসে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির পশ্চিম ও উত্তর পাশে ভারত দারা বেষ্টিত মির্জানগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে মির্জানগর মৌজায় প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৪ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যালয় এর টিনশেড ঘরটি পুড়ে যায় এবং সকল রেকর্ড পত্র পুড়ে যাওয়ায় স্কুলটি বন্ধ হয়ে যায় কথিত আছে যে এলাকার সাধারণ জনগণকে শিক্ষার আলো হতে বঞ্চিত করার জন্য কিছু দুষ্কৃতিকারী বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের সংযোগ করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রদান শিক্ষক ছিলেন ছাগলনাইয়া যশোর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবু বক্কর সিদ্দিক

মহোদয়গণের বার্তা

শিক্ষকছাত্র-ছাত্রী পরিসংখ্যান
26
শিক্ষক
3
শিক্ষিকা
168
ছাত্র
273
ছাত্রী
শিক্ষক/শিক্ষিকাগণ
ম্যানেজিং কমিটি