সভাপতির বাণী
সভাপতি
বিসমিল্লাহির রহমানির রহিম
সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম ও رحمة الله وبركاته।
আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জ্ঞানার্জন মানুষের মৌলিক অধিকার এবং একটি সুসংগঠিত শিক্ষাপ্রতিষ্ঠানই পারে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আমাদের মির্জানগর তৌহিদ একাডেমী সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শিক্ষা জাতির মেরুদণ্ড। নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষাব্যবস্থা একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না, বরং নৈতিকতা, দেশপ্রেম ও আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সমৃদ্ধ করবে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রতিষ্ঠান একদিন দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে—এই আশাবাদ ব্যক্ত করছি।
পরিশেষে, মির্জানগর তৌহিদ একাডেমী-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন।
ধন্যবাদান্তে,
[মোঃ ইমরান হোসেন]
সভাপতি
মির্জানগর তৌহিদ একাডেমী