Logo

Mirzanagar Tauheed Academy

আমাদের বিদ্যালয়

Mirzanagar Tauheed Academy


মির্জানগর তৌহিদ একাডেমী একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় ফেনীর পরশুরাম উপজেলার গ্রামীণ জনপদের অবহেলিত মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় হাজার ১৯৫৭ সালে জানুয়ারি মাসে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির পশ্চিম ও উত্তর পাশে ভারত দারা বেষ্টিত মির্জানগর ইউনিয়নের প্রাণকেন্দ্রে মির্জানগর মৌজায় প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৪ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যালয় এর টিনশেড ঘরটি পুড়ে যায় এবং সকল রেকর্ড পত্র পুড়ে যাওয়ায় স্কুলটি বন্ধ হয়ে যায় কথিত আছে যে এলাকার সাধারণ জনগণকে শিক্ষার আলো হতে বঞ্চিত করার জন্য কিছু দুষ্কৃতিকারী বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের সংযোগ করে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রদান শিক্ষক ছিলেন ছাগলনাইয়া যশোর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবু বক্কর সিদ্দিক সাহেব অতঃপর আব্দুস সাত্তার সাহেব কয়েক মাস প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেন স্কুল ঘরটি পুড়ে যাওয়ায় তিনি অন্যত্র চলে যান অতঃপর দীর্ঘ চার বছর মির্জানগর ইউনিয়নে কোন উচ্চবিদ্যালয় ছিল না। অতঃপর ১৯৬৮ সালে বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব একে সফদার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মির্জানগর তৌহিদ একাডেমি উচ্চ বিদ্যালয়টি মির্জানগর এর পরিবর্তে কালী কৃষ্ণনগরে পূর্ণ প্রতিষ্ঠা করেন ও জনাব মৌলভী সৈয়দুর রহমান হাজী আত্তাউদ্দিন হাজী হাস্মত আলী ও আনামিয়া সর্দারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে সার্বিক সহযোগিতা করেন। ১৯৬৮ সালে মৌলভী সৈয়দুর রহমান দানকৃত ১০ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় স্থানীয় মনিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আমানুল্লাহ চৌধুরী সরকারি কর্মকর্তার পদে ইস্তফা দিয়ে পত্র বিদ্যালয় এর পূর্ণ প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন বর্তমানে বিদ্যালয়টির ২০৪ শতাংশ অক্ষ খণ্ড ভূমি রয়েছে। চারটি পাকা ভবন রয়েছে হাজার ১৯৯৩ সনে বিদ্যালয়টি দুই শিফটে চালু করা হয় এবং ১৯৯৩ সাল হতে দুই শিফটে সরকারি অনুমোদন লাভ করেন এবং দুই শিফটের সকল শিক্ষক কর্মচারী এমপি ভুক্ত হয়। বর্তমানে ছাত্র এবং ছাত্রীদের আলাদা শিফটে শ্রেনী কার্যক্রম পরিচালিত হয়। দুই শিফটে ২৪ জন শিক্ষক ও সাতজন কর্মচারী কর্মরত আছেন ছয়টি শিক্ষক ও চারটি কর্মচারী পদ শূন্য রয়েছে। বিদ্যালয়ে চারটি পাকা ভবনে মোট ২৪ টি কক্ষ আছে বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গ্রন্থাগার বিজ্ঞানাগার প্রধান সহ প্রধান সহ শিক্ষক কর্মচারীদের জন্য আলাদা অফিস কক্ষ রয়েছে বিদ্যালয়ের শিক্ষার মান ফলাফল ও সার্বিক পরিবেশ খুব চমৎকার।