প্রধান শিক্ষকের বাণী
প্রধান শিক্ষক
শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং উন্নত জাতি গঠনের মূল হাতিয়ার। আমাদের প্রিয় প্রতিষ্ঠান "মির্জানগর তৌহিদ একাডেমী" শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের একাডেমী শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়; বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তার বিকাশের এক অনন্য কেন্দ্র। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বদ্ধপরিকর।
আমি আমার প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই প্রতিষ্ঠান যেন আগামী দিনে আরও সমৃদ্ধ ও গৌরবময় সাফল্যের পথে এগিয়ে যায়, সেই প্রার্থনা করি।
(মোঃ আইয়ুব)
প্রধান শিক্ষক
মির্জানগর তৌহিদ একাডেমী