Logo

Mirzanagar Tauheed Academy

নিউজ বিস্তারিত
মির্জানগর তৌহিদ একাডেমী প্রভাতী শাখায় আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত:
  Date :   22-May-2025
মির্জানগর তৌহিদ একাডেমী প্রভাতী শাখায় আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: মির্জানগর তৌহিদ একাডেমী, প্রভাতী শাখার উদ্যোগে এক মনোমুগ্ধকর আন্তঃবিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় মুখোমুখি হয় অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর বিতার্কিক দলসমূহ। বিষয়: “অনলাইন ক্লাস সঠিক শিক্ষা নিশ্চিত করতে পারে না।” বিতর্কে পক্ষদল ছিল নবম শ্রেণী এবং বিপক্ষ দল ছিল অষ্টম শ্রেণী। পক্ষদলের সদস্যরা ছিলেন: ১। সিদরাতিল মুনতাহা ২। শাহেদা সুলতানা ৩। সাথী মনি (দলনেতা) বিপক্ষ দলের সদস্যরা ছিলেন: ১। জান্নাতুল মাওয়া চৌধুরী ২। জ্যোতিকা আলম মুমু ৩। জান্নাতুল মাওয়া আখি (দলনেতা) উক্ত প্রতিযোগিতায় যুক্তি, উপস্থাপনা ও ভাষার মাধুর্যের দিক থেকে নবম শ্রেণীর দল শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিচারকমণ্ডলীর সম্মিলিত সিদ্ধান্তে সাথী মনি-কে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ, বক্তৃতা দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।